সমাধানঃ নিচ বরাবর জিজ্ঞাসা- ৩ : প্রথমবার সেক্স করার সময়
কি কি সমস্যা হবে?
সমাধানঃ প্রথমবার সেক্স করার সময়
মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। অনেকেই এতে ভয়
পেয়ে যায়। ভয় পাবার কিছু নেই। যেহেতু
প্রথম সেক্সের সময় সতিচ্ছেদ পর্দাটি ছিড়ে যায়
(যেখানে রক্তনালী থাকে) তাই রক্তক্ষরণ
একটি স্বাভাবিক বিষয়। তবেকারো রক্তক্ষরণ
নাও হতে পারে, সেটাও স্বাভাবিক।
জিজ্ঞাসা- ৪ : সতিচ্ছেদ
পর্দা দেখেকি আমি প্রমাণ করতে পারবো কোনো মেয়ে ভার্জিন কি না?
সমাধানঃ না পারবেন না। বয়স বাড়ান
সাথে সাথে সতিচ্ছেদ
পাতলাহয়ে আপনা আপনি ই ছিড়েযায়।
তাছাড়া যেসব মেয়ে দৌড়-লাফ বা অন্যন্য
কসরত বেশী করে তাদের সতিচ্ছেদ ছিড়ে যায়। কোরো সতিচ্ছেদ
ছেড়া পাওয়াগেলে কোনোভাবেই
এটা প্রামাণিত হবে না সে ভার্জিন নয়।
বিভিন্নরকম সতিচ্ছেদের ছবি দেখুন নিচে-
জিজ্ঞাসা- ৫ : প্রথম
সেক্সে কোনো মেয়ে কি ব্যাথা পায়? সমাধানঃ বেশির ভাগ ক্ষেত্রেই পায়।
তবে খুব বেশী উত্তেজিত থাকলে এবং প্রচুর
মিউকাস ক্ষরণ হলে ব্যাথা পায় না। সেজন্য
উচিত ভালোমতোউত্তেজিত করার পর সেক্স
করা।
জিজ্ঞাসা- ৬ : যদি ভুল করে কারো সাথে অনিরাপদ সেক্স
করে ফেলি এবং গর্ভবতী হবার
আশংকা থাকে তাহলে মেয়েটি কি ফেমিকন
পিল খাবে?
সমাধানঃ প্রথমত, ধর্মীয় বিধান মেনে চলুন।
বিয়ে বহির্ভূতসেক্সে কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। তবে কেউ যদি ভুল
করেইবসে প্রচলিত জন্মনিরোধক পিল
(ফেমিকন জাতীয়) কোনো কাজেই আসবেনা।
কেননাএগুলো খেতে হয় 1 মাস আগ থেকেই।
সেক্ষেত্রে 72 ঘন্টার
মধ্যে “ইমার্জেন্সি পিল” খেতে হবে জিজ্ঞাসা- ৭ : ডেন্জার প্রিয়ড কি?
সমাধানঃ যেসময়ে সেক্স
করলে মেয়েটি গর্ভবতী হবার
সম্ভাবনা বেশী তাকে ডেন্জার প্রিয়ড বলে।
মিন্সট্রুয়েশন (মাসিক) শেষ হবার 10ম দিন
থেকে 20তম দিন পর্যন্ত চান্স বেশী থাকে। অন্য সময়গুলোতেও গর্ভধারণ
হবেনা এটা নিশ্চিতভাবে বলা যাবে না।
জিজ্ঞাসা- ৮ : মেয়েরা কি মাস্টারবেশন
করে?
সমাধানঃ আমেরিকান জরীপ মতে 92 ভাগ
ছেলে ও 62 ভাগ মেয়ে মাস্টারবেশন করে। (রেফারেন্স এখানে )
জিজ্ঞাসা- ৯ :
মেয়েরা কিভাবে মাস্টারবেশন করে?
সমাধানঃ ক্লাইটোরিয়াস
কে নাড়াচাড়া করার
মাধ্যমে অথবা ভাইব্রেটর মেশিন দিয়ে ক্লাইটোরিয়াসকে ভাইব্রেশন দেবার
মাধ্যমে তারা অর্গাজম (যৌনতৃপ্তি)
পেতে পারে।
জিজ্ঞাসা- ১০ : সেক্স না করেও
কোনো মেয়েকে কি তৃপ্তি দানকরা সম্ভব?
সমাধানঃ হ্যা সম্ভব। ক্লাইটোরিয়াস এ নাড়াচাড়া করে তাদের তৃপ্তি দেয়া সম্ভব।
জিজ্ঞাসা- ১১ : 18 বছরের নিচে কি সেক্স
করা উচিত?
সমাধানঃ না উচিত নয়। শারীরিক
ভাবে যথেষ্ট সম্পূর্ণতা তাদের থাকে না।
জিজ্ঞাসা- ১২ : সিফিলিস, গনোরিয়া, ধবজভংগ কি?
সমাধানঃ সিফিসিল ও
গনোরিয়া ব্যাকটেরিয়া ঘটিত মারাত্মক
প্রাণঘাতক রোগ যাতে শরীরের বিভিন্ন
অংশে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। অনিরাপদ
সেক্সের মাধ্যমে রোগের বাহক থেকে অগর সঙ্গীর কাছে এটা ট্রান্সমিট হয়। ধ্বজভংগ
একটি অ্যাবনরমালিটি যেখানে রোগী
উত্তেজিত হলেই বীর্জপাত ঘটে/
যৌনতৃপ্তি লাভ করে। ফলে সে সেক্স করার
আগেই তৃপ্তি পেয়ে যায় এবং সেক্স করার
ক্ষমতা হারিয়ে ফেলে। সমস্যা ১৩ : আমার যৌন ক্ষমতা কম।
সমাধানঃ ক্ষমতা কম বলতে সাধারণত সবাই
বেশীক্ষণ ইন্টারকোর্স (মিলন)
করতে না পারাকে ইন্ডিকেট করেন।
এটা কোনো সমস্যা নয়। ইজেকশন (বীর্জশ্খলন)
মানসিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয়। উত্তেজিত অবস্থায় দ্রুত ইজেকশন হয় আবার
টেনশনে বা অন্যমনস্ক থাকলে দীর্ঘ বিরতির
পর ইজেকশন হয়। প্রাকটিসের
মাধ্যমে রোগী নিজেই সমস্যার সমাধান
করতে পারেন।
সমস্যা ১৪ (ক) : আমার মাস্টারবেট (হস্তমৈথুন) করার অভ্যাস আছে। এজন্য আমার সেক্স
পাওয়ার কমে যাচ্ছে। শরীর দুর্বল হচ্ছে।
সমাধানঃ মাস্টারবেটকে সাধারণ
ঘটনা হিসেবে মেডিকেল
সাইন্সে বিবেচনা করা হয়। ক্লিনিক্যালী এর
কোনো ক্ষতিকর প্রভাবপাওয়া যায়নি। বরং কিছু কিছু
চিকিৎসা বিজ্ঞানী একে স্বাস্থ্যের জন্য
ভালো এবং টেস্টিস ক্যানসারকে প্রতিরোধ
করে বলে মত দিয়েছেন।
মাস্টারবেটের সাথে সেক্স পাওয়ার কমার
কোনো সম্পর্ক নেই। শারীরিক দুর্বলতা সৃষ্টির ক্ষেত্রে ক্লিনিক্যালি এর
কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে ধর্মীয়
বিবেচনায় এটা নিষিদ্ধ।
সমস্যা ১৪ (খ) : মাস্টারবেট (হস্তমৈথুন) করার
ফলেব্রণ হয়, হাতে পায়ে লোম গজায়
কথাটা কি সত্য? সমাধান : পুরোপুরি ১০০ ভাগ মিথ্যা কথা।
সমস্যা ১৫ : আমি ২/১ মিনিটের বেশী স্পার্ম
ধরে রাখতে পারি না, আমার কি চিকিৎসার
দরকার?
সমাধান : না দরকার নেই। উত্তেজিত অবস্থায়
২-১ মিনিটেই ইজেকশন (বীর্জশ্খলন) হতে পারে যা স্বাভাবিক অবস্থায়
আরো দেরীতে হয়। মাস্টারবেশন ও
সেক্সদুটো ভিন্ন জিনিষ। মাস্টারবেশনের
সময় শুধু কামভাব নিবারিতহয় বলে দ্রুত
বীর্যশ্খলন হয় কিন্তু সেক্স ভালোবাসার
সাথে রিলেটেড। বিয়ের পর ১ম ১মাস আপনি এধরণের সমস্যায় পড়তে পারেন
তবে প্রাকটিসের মাধ্যমে নিজেই
তা সারিয়ে ফেলতে পারবেন। চিকিৎসার
দরকার হবে না।
সমস্যা ১৬ : নরমাল সেক্স টাইম কত?কতক্ষণ
সেক্স করলে কোনো মেয়েকে সেটিসফেকশন
দেয়া সম্ভব?
সমাধান : মেয়েদের সেক্সের ধরণ ও
ছেলেদের ধরণ আলাদা। ছেলেদের সেক্স
বীর্জপাতের সাথে সম্পর্কিত, মেয়েদের
ক্ষেত্রে ব্যাপারটা মানসিক। ক্লাইটোরিয়াস নামের একটি অংশ
মেয়েদের উত্তেজনা প্রদান করে।
একটি নির্দিষ্টসময় পর উত্তেজনা প্রশমিত হয়
ব্যাপারটিকে অর্গাজম বলে। মেয়েদের
ক্ষেত্রে টাচিং,
রাবিং, কিসিংইত্যাদি প্রাথমিক ঘটনা থেকেই সেক্স শুরু হয়। উত্তেজিত
থাকলে তারা ২-১ মিনিটেই সেটিসফেকশন
পেতে পারে। উত্তেজনানা থাকলে ঘন্টার পর
ঘন্টা তারা আনসেটিসফাই থাকতে পারে।
তাদের ক্ষেত্রে নির্দিষ্ট
কোনো ধরাবাধা সময় নেই। সমস্যা ১৭ : মাঝে মাঝে আমার পেনিস
দিয়ে পিচ্ছিল কিছু তরল বের হয়।
এটা কি সমস্যা?
সমাধান : না সমস্যা নয়। বাংলায়
এগুলোকে যৌনরস বলে। উত্তেজিতঅবস্থায়
এটা বের হয়ে পেনিসকে পিচ্ছিল করেযাতে পেনিস
সহজে ভ্যাজাইনাতে প্রবেশ করায়
No comments:
Post a Comment